পাবনার ভাঙ্গুড়ায় গাড়ির চাকায় মাথা পিষ্ট হওয়া অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে ভাঙ্গুড়া পৌর সদরের চৌবাড়ীয়া মাস্টারপাড়া এলাকা থেকে এ দুটি মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশের ধারণা, ভারী কোনো যানবাহন গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে গ্রামীণ সড়কে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার ভোরে স্থানীয়রা মরদেহদুটি সড়কের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ মরদেহদুটি উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
কেকে/এএস