লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে আবারো ২ জনকে পুশইন করেছে বিএসএফ।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ বাড়ি তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) পঁয়ষট্টিবাড়ী বিওপির এলাকার সীমান্ত পিলারের ৮৪৫ নিকটবর্তী এলাকা দিয়ে পুশইন করেছে বিএসএফ।
বিজিবি জানায় ভারতের ৯৮/বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা দুজন বাংলাদেশিকে পুশইন করে। ওই পিলার হতে ১ কিমি. বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া নামক স্থান হতে বিজিবির টহলদল কর্তৃক আটক করা হয়েছে ২জনকে।
আটককৃত ব্যক্তিরা হলেন, রানু মোল্লা (৬০), পিতা মৃত হাকিম মোল্লা, সিতারামপুর, থানা কালিয়া, জেলা নড়াইল ও আবু সিদ্দিক (৫০), পিতা- মো: ছাবির উদ্দিন, সাং- ছাত্তারকোনা মেওরাখোলা, থানা-বিশম্ভপুর, জেলা-সুনামগঞ্জ।
বিজিবির বুড়িমারী কোম্পানি কমান্ডার জানান আটকৃতদের শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের সচিব জানান বিজিবি এখানে ২ জন ব্যক্তিকে তাদের যাবতীয় তথ্যসহ রেখে গেছে।
কেকে/এএস