নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার পশ্চিম সনমান্দী মোহাম্মদীয়া (স:) মাদ্রাসায় ও এতিমখানায় সনমান্দী ইউনিয়ন সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত গণসমাবেশে এ লিফলেট বিতরণ করা হয়।
সনমান্দী ইউনিয়ন বিএনপির নেতা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনা বাড়াতে আমরা লিফলেট বিতরণ করছি। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার।
তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য—কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা; চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। এছাড়া সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহু মাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কার্যক্রম অবহ্যত থাকবে বলে জানান তিনি।
এ সময় সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. রউফ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা আ. সাত্তার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মনির হোসেন, সনমান্দী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, আ. রশিদ, কবির হোসেন, মিজানুর রহমান, আজিমউদ্দিন ব্যাপারি, শাহজালাল, গুলজার হোসেন, লোকমান মিয়া, বাবুল ও সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল রহিমসহ সনমান্দী ৫নং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কেকে/এজে