পাবনা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।
শনিবার (১৬ আগস্ট) সকালে বনমালী শিল্পকলা কেন্দ্র আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি আব্দুর রহমান জয়।
পাবনা শহর শাখার সেক্রেটারি এস এম হাবিবুল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির ও জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, ন্যাশনাল ডক্টর ফোরাম পাবনার জেলা সভাপতি ডা. মাসুদ রানা সরকার, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, বিশিষ্ট সমাজসেবক ও আলোচক শমসের আলম হেলাল, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।
প্রধান অতিথি সিরাজুল ইসলাম বলেন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে জাতিকে উন্নত করতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে মেধাবী শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও নৈতিকতায় উন্নত হতে হবে। এজন্য মেধাবী শিক্ষার্থীদের বিকল্প নেই।
তিনি আরো বলেন, মেধাব শিক্ষার্থীদের দেশ গঠনে এখন থেকে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিকল্পনা বাস্তবায়নের শিক্ষার্থীদের ব্যাপক সাধনা করতে হবে, সাধনায় সাফল্য।
প্রধান অতিথি আরও বলেন, শিক্ষার্থীরা দেশের প্রয়োজনে জীবন বাজি রেখে বৈষম্য বিরোধী আন্দোলনের সোচ্চার হয়েছিল। ফলে দেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। এখন সময় এসেছে দেশ গঠনের, এজন্য সর্বস্তরের শিক্ষার্থীদের যোগ্যতা, দক্ষতা ও সততা দিয়ে সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে।
কেকে/ এমএস