সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে মাসুম মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪ টার দিকে ছিলানী তাহিরপুর গ্রামের হাওর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু মাসুম সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট থেকে পরিবার-পরিজন নিয়ে লালন তরী নামের একটি পর্যটকবাহী হাউসবোটে ওঠে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেন। পথে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় মাসুম। সঙ্গে সঙ্গে তার বাবা কবির হোসেন পানিতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু শিশুটিকে আর খুঁজে পাননি।
খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে যাওয়া শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি মর্মান্তিক।
কেকে/এআর