হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিন চৌধুরীসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনী তাদের আটক করে।
এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও মোনায়েম খানকে আটক করে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের নিকট থেকে নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।
মাধবপুর থানার ওসি শহীদ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/ এমএস