নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ীর কালুখালী উপজেলা শাখার সভাপতি রিপন শেখ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে আজ সকালে তাকে কুমিল্লা থেকে কালুখালী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন শেখ কালুখালীর তোফাদিয়া মৃত মতিউর রহমান ওরফে মতিনের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, কালুখালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজবাড়ীর কালুখালী উপজেলা শাখার সভাপতি রিপন শেখকে গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে কালুখালী থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা ছিল। ওই মামলার ২ নম্বর আসামি রিপন শেখ।
কেকে/এএস