পটুয়াখালীর দশমিনায় শিক্ষক দম্পত্তিকে লাঞ্চিত করার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরতিজা হাসানের অপসারনের দাবিতে ছাত্র-ছাত্রী, অভিবাবক, সাধারণ জনগণ ও রাজনৈতিক ব্যক্তিরা ব্লকেড কর্মসূচি স্থগিত করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১টার সময় আন্দোলনকারীদের মূখ্য সংগঠক সালাহ উদ্দিন ব্লকেড কর্মসূচি স্থগিতের বিষয় জানান।
জানা যায়, গত মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরতিজা হাসান দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসানুল হক ও তার স্ত্রীকে তার অফিস কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে শিক্ষক দম্পতির অশ্লীল ভাষায় গালমন্দ করে বের করে দেন। এ ঘটনা জানাজানি হলে ছাত্র, অভিভাবকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ (ইউএনও’র) অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপসারনের দাবিতে ফুসে উঠে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার সময় ছাত্রছাত্রী, অভিভাবক, সাধারণ জনগণ ও রাজনৈতিক ব্যক্তিরা (ইউএনও’র) অপসারণের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে পরিষদের সামনের সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে এবং জেলা প্রশাসক বরাবর শিক্ষক দম্পতিকে লাঞ্চিত করার প্রতিবাদে স্মারকরিপি প্রদান করা হয়। বুধবার সারাদিনে প্রশাসকে কাছ থেকে সঠিক সিদ্ধান্ত আসেনি।
ফলে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রীদের আন্দোলনে যোগদানের আহ্বান জানানো হয়। সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ইউএনও’র অপসারণের দাবিতে মিছিল নিয়ে পরিষদ চত্বরে অবস্থান করে। দুপুর ১২টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আন্দোলনকারীদের সাথে কথা বলেন। দুপুর ১টার সময় আন্দোলনকারীরা ব্লকেড কমৃসূচি আগামী ২০ আগস্ট পর্যন্ত স্থগিত করেন।
আন্দোলনকারীদের মূখ্য সংগঠক গাজী সালাহ উদ্দিন বলেন, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের উপর পূর্ণ আস্থা আছে। আমরা তার কথার ভিত্তিতে ১৪ আগস্ট দুপুর থেকে ২০ আগস্ট পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারনের দাবিতে ব্লকেড কর্মসূচি স্থগিত করলাম। এই সময়ের মধ্যে ইউএনও ইরতিজা হাসানের অপসারন না করা হলে কঠোর আন্দোলন হবে।
পটুয়াখালী জেলা প্রশাসক আব হাসনাত মোহাম্মাদ আরেফীন জানান, দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারীরিক অসুস্থতার কারনে ১৩-২০ আগস্ট পর্যন্ত ছুটিতে আছে। সহকারী কমিশনার(ভূমি) দশমিনা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করবেন। শিক্ষক দম্পতিকে লাঞ্চিত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এজে