সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সিউলা সুপ্রিম কোর্ট শাখার আয়োজনে ২০২৫ সালে সুপ্রিম কোর্টে পারমিশনপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবীদের সম্মাননা পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্ট বারের প্লাটিনাম লাউঞ্জে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট নিয়াজ মোহাম্মদ মাহাবুব।
অনুষ্ঠানে নবীন আইনজীবীরা নিজেদের পরিচয় অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি পেশাগত উন্নয়ন নৈতিকতা ও আইনজীবী জীবনের চ্যালেঞ্জ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।
সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য সৈয়দ ফজলে এলাহী অভি, মো. আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট মো. আরিফুল আলম, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাব্বির হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল এমরান হোসেন সজিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল আসমা হোসেন জীবনী প্রমুখ।
কেকে/এজে