ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের কেন্দ্র হয়ে উঠবে। এই মডেল মসজিদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি প্রান্তে সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে।
সোমবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, ভবনটিতে পুরুষ, নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে এবং মাল্টিপারপাস কার্যক্রমের সুযোগও থাকবে।
তিনি আরো বলেন, নির্মাণকাজে কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি রয়েছে। ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশনা দেওয়া হয়েছে, দ্রুত সেগুলো ঠিক করা হবে।
উপদেষ্টা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদের মধ্যে বড় ধরনের কোনো ‘ক্রস মিসটেক’ ধরা পড়েনি। সবগুলোতেই একইভাবে গুণগতমান বজায় রাখার তদারকি চলছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেনসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস