ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ মাদকসেবী ও বাড়ির মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাড়ির মালিক আমেনা খাতুনকে এক বছর এবং তার স্বামী সংগ্রাম হোসেন বাদল, ইয়াসিন, ফিরোজ, আব্দুল্লাহ ও মনির হোসেনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদের জেল হাজতে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খানকার আড়ালে এই বাড়িতে মাদক বিক্রি ও সেবন চলছিল। বারবার নিষেধ করার পরও অপকর্ম বন্ধ না হওয়ায় তারা প্রশাসনের এমন আকস্মিক অভিযানকে স্বাগত জানান।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নতুন বাক্তারচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে বাড়িটির আশপাশে গন্ধ পেয়ে সন্দেহ হয়। পরে ঘরে প্রবেশ করে হাতেনাতে মাদকসেবীদের আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়।
এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
কেকে/এআর