ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে লালমনিরহাটে এক বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে চারটায় জেলা শহরের কেন্দ্রীয় এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মিশন মোড়ের ‘হামার বাড়ি’ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে অংশ নেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ। র্যালিটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা আত্মোৎসর্গ করেছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। রংপুরের সন্তান আবু সাঈদ ও মুগ্ধসহ ছাত্র জনতা যারা আত্মত্যাগ করেছেন, তাদের কারণেই একদলীয় শাসনের অবসান সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, ‘এ বিজয় কোনো দলের নয়, এটি গোটা জাতির। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শিশু-কিশোরদের হত্যার মতো ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। তখনকার শাসকদের হাত কাঁপেনি শিশুদের জীবন নিতে।’
আওয়ামী লীগের পতন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের করুণ পতন মহান আল্লাহর ন্যায়ের প্রতিফলন। জনগণের ওপর দমন-পীড়ন, দুর্নীতি ও ভোটাধিকার হরণই তাদের আজকের পরিণতির কারণ।’
অনুষ্ঠানে আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
কেকে/ এমএস