যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে আলোচনা চালিয়ে যেতে তার বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন।রোববার (৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন। তিনি বলেন, উইটকফ সম্ভবত আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া যাবেন।
এ সময় এক সাংবাদিক জানতে চান, রাশিয়া কী করলে আসন্ন নিষেধাজ্ঞা এড়াতে পারে। জবাবে ট্রাম্প বলেন, একটা চুক্তি করুন যেখানে মানুষ মারা যাওয়া বন্ধ হবে।
ট্রাম্প আরো জানান, যুদ্ধ বন্ধে সমঝোতা না হলে রাশিয়ার ওপর 'খুবই কঠোর শুল্ক' আরোপ করা হবে। তবে তিনি শুল্কের ধরন বা পরিমাণ স্পষ্ট করেননি।
এছাড়া সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কথাকাটাকাটির পর ট্রাম্প জানান, তিনি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন। যদিও সাবমেরিন দুটি পারমাণবিক চালিত না পারমাণবিক অস্ত্রসজ্জিত, তা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি এসব সাবমেরিন কোথায় মোতায়েন করা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার এক হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবন ধসে পড়ে, যেখানে অন্তত ৩১ জন নিহত হন। ওই হামলার ঘটনায় ট্রাম্প একে 'জঘন্য' বলে উল্লেখ করেন এবং দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান।
এদিকে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, রাশিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি না হলে সপ্তাহ শেষে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
সূত্র:
আল জাজিরাকেকে/এআর