খাদ্য সংকটে আক্রান্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের বাঁ চোখ গুরুতরভাবে জখম হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোরের চোখে আর দৃষ্টিশক্তি ফিরবে না।সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে
আল জাজিরা।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আহত কিশোর আব্দুর রহমান আবু জাজার জানান, তার পরিবারে খাবার না থাকায় তিনি প্রথমবারের মতো রাত ২টার দিকে (স্থানীয় সময়) গাজা শহরের নিকটস্থ একটি বিতরণ পয়েন্টে খাবার সংগ্রহে যান। তিনি বলেন, আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। ভাইবোনদের খাওয়ানোর জন্যই বের হয়েছিলাম।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর তিনি আল-মুনতাজাহ পার্কের কাছে পৌঁছালে হঠাৎ গুলি শুরু হয়। আবু জাজার জানান, আমি তিনজন বন্ধুর সঙ্গে ছিলাম। ওদের তিনজনই গুলিবিদ্ধ হয়। আমি দৌড়াতে শুরু করতেই মনে হলো শরীরে বিদ্যুৎ খেলে গেল। পড়ে যাই। কিছুই বুঝতে পারছিলাম না। জ্ঞান ফেরার পর মানুষ বলল, আমি মাথায় গুলিবিদ্ধ হয়েছি।
চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালে শুয়ে তিনি আরো বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরও সেনারা গুলি চালিয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম এটাই আমার শেষ, এখনই মারা যাব।
চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরটির চোখে গুলির প্রবল আঘাতে পারফোরেটিং ইনজুরি হয়েছে এবং তার বাঁ চোখে আর কোনো আলো দেখার সম্ভাবনা নেই।
এদিকে, জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা গাজায় চলমান মানবিক সংকট এবং খাদ্য সংকটকে 'মানবসৃষ্ট দুর্ভিক্ষ' হিসেবে আখ্যা দিয়েছে। সংঘাত ও অবরোধের কারণে লাখো মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অনিশ্চয়তার মুখে পড়ছে।
কেকে/এআর