মাগুরার মহম্মদপুরে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময় ছাত্রলীগ নেতাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ৩টায় উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মধুমতী নদীর পাড়ে বাঁশবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
মহম্মদপুর থানা পুলিশের এসআই বশির, এসআই রেজাউল, এএসআই কামরুল, এএসআই ইউসুফ আলী ও এএসআই নজরুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করেন।
আটককৃতরা হলেন—যশোবন্তপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে ও ছাত্রলীগ নেতা মো. জামাল হোসেন, চর পাচুড়িয়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. আরব মিয়া, কালিশংকরপুর গ্রামের মৃত গফফার মোল্যার ছেলে মো. চুন্নু মিয়া, হরেকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে মো. আমিরুল এবং মাগুরা সদর উপজেলার আন্দোলবাড়িয়া গ্রামের মৃত আফজাল মোল্যার ছেলে মো. কামরুল ইসলাম।
অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৫৭ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস