ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫ ২৬ অর্থবছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় আয়োজিত এ সভায় স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (২ আগস্ট) দুপুরে কালিন্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, কালিন্দী ইউনিয়নের দায়িত্বরত প্রশাসক ও কেরানীগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা তথ্য আপা কর্মকর্তা শারমিন নিপা, কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (গ্রাম আদালত) রেখা ইসলাম, মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহসাধারণ সম্পাদক হাজী সেলিম রেজা, কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহবুব হোসেন মাহবুব, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান হীরা, মডেল থানা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা বিএনপি নেতা ও ক্রীড়া অনুরাগী শামীম হোসেন, গণফোরাম মডেল থানা সভাপতি মাহফুজুর রহমান মাসুম, জাতীয় নাগরিক মডেল থানার সদস্য ইনজামুল হকসহ অনেকে।
সভায় কালিন্দী ইউনিয়নের সাধারণ জনগণ সরাসরি বিভিন্ন সমস্যা তুলে ধরেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা রাস্তাঘাটের বেহাল দশা পানি নিষ্কাশনের সমস্যা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন বয়স্ক ভাতা ও বিধবা ভাতার প্রাপ্তি সংক্রান্ত জটিলতা
অনুষ্ঠান শেষে বিশজন দুস্থ ও অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
কেকে/এএস