কক্সবাজারের উখিয়ায়য় সাবেক এমপি কমলের ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগের নেতা হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় উখিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হেলাল উদ্দিন ইনানী সোয়াংখালী এলাকার নুর হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক এমপি কমলের ডান হাত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
উখিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, তাকে থানায় নেওয়া হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন।
কেকে/এএস