শেরপুরের নালিতাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী স্ত্রী অন্তরা আক্তার সাথী। এ ঘটনায় অন্তরার বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হাই এর মেয়ে অন্তরার আক্তার সাথীর সাথে প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর। তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে।
এদিকে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ লেগেই থাকে। মেয়ের জামাইয়ের স্বচ্ছলতার জন্য শ্বশুরবাড়ি থেকে একটি সিএনজি কিনে দিলেও আলমগীর তা বেশিদিন না চালিয়ে অন্যের গাড়িতে হেলপারি করতো। বিভিন্ন সময় গাঁজা সেবন করে স্ত্রীর উপর শারিরিক নির্যাতন চালাতো। একপর্যায়ে বুধবার রাতে ২০ হাজার টাকা দাবী করে স্ত্রীকে বেধড়ক মারধর করে আলমগীর। বৃহস্পতিবার পুনরায় কলহ শুরু হলে বেলা এগারোটার দিকে বিষপান করে স্ত্রী অন্তরা। এসময় স্বামী আলমগীর শ্বাশুড়িকে ফোন করে অন্তরার বিষপানের কথা জানায়। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে অন্তরা মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
কেকে/ এমএস