নোয়াখালীতে মাজারে ঢিল ছোড়ার অভিযোগে এনে প্রতিবন্ধী যুবককে পিলারের সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতন করে রক্তাক্ত করা হয়। এ নিয়ে একটি ভিডিও সামজিকমাধ্যমে ভাইরাল হলে জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় শিপনের ভাই রিপন হোসেন বুধবার (৩০ জুলাই) দুপুরে চাটখিল থানায় ছয়জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রতিবন্ধী সাইফুল ইসলাম শিপন (২৩) চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগরের জহিরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শিপনের স্বজনরা জানান, সাইফুল ইসলাম শিপন মানসিক রোগী; এ কথা এলাকার সবাই জানে। তারপরেও মঙ্গলবার মধ্যরাতে ছোট জীবনগর দরবার শরীফের (মাজার) ভক্ত কতিপয় বেশ কিছু উচ্ছৃঙ্খল যুবক তাকে ধরে নিয়ে যায়। পরে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতন করা হয়। শেষ রাতের দিকে তার অভিভাবকরা কাকুতিমিনতি করে তাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
কেকে/এএম