নীলফামারীতে কমেছে তিস্তা নদীর পানি প্রবাহ। বুধবার সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমা ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ওই পয়েন্টে বিপৎসীমা ছুঁয়ে প্রবাহিত হয়েছিল নদীর পানি।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মঙ্গলবার সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে সন্ধ্যায় বিপৎসীমা ছুঁয়ে প্রবাহিত হয়। এরপর রাতে কিছুটা কমে বুধবার সকাল ছয়টায় ছয় সেন্টিমিটার, বিকেল তিনটায় আট সেন্টিমিটার এবং সন্ধ্যা ছয়টায় ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশী অমিতাভ চৌধুরী জানান, মঙ্গলবার উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা বরাবর প্রবাহিত হলেও বুধবার পানি কমে সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
কেকে/ এমএস