বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ে না এসেও এক বছর ধরে বেতন-ভাতা তুলছেন শিক্ষিকা
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:০১ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ৫:৩৬ পিএম
অভিযুক্ত সহকারী শিক্ষিকা সুরাইয়া আক্তার লাভলী | ছবি সংগৃহীত

অভিযুক্ত সহকারী শিক্ষিকা সুরাইয়া আক্তার লাভলী | ছবি সংগৃহীত

৯ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বালিকা পাইলট উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরাইয়া আক্তার লাভলীর বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের অনেক শিক্ষক ও স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ সুরাইয়া আক্তার দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বদান্যতায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। নামমাত্র ক্লাশ নিয়ে গল্পগুজব করে সময় পার করতেন। অনেক সময় ক্লাশও নিতেন না। প্রধান শিক্ষকের ঘনিষ্ঠ হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহসও পেতো না। ছাত্রীদের দাবিয়ে রাখা হতো।

সহকারী শিক্ষিকা লাভলী  ও বর্তমান প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে নিয়ে এলাকায় রয়েছে নানান মুখরোচক গল্প।যদিও এর সত্যতা পাওয়া যায়নি।

কিন্তু গত ৫ আগস্টের পর বিদ্যালয়টির শত শত ছাত্রী শিক্ষিকা লাভলীর বিরুদ্ধে দিনের পর দিন তার অতীতের বিভিন্ন অভিযোগ, দুর্ব্যবহারের বিরুদ্ধে মিছিল, মানববন্ধন ও ক্লাশবর্জন করতে থাকে। অবশেষে গত বছরের ৯ আগস্টের পর থেকে স্কুলে আসতে পারেননি তিনি।

তৎকালীন ইউএনও আবুল মনসুর তদন্ত কমিটি গঠন করেন। যা এখনো বাস্তবায়নের অপেক্ষায় বলে মাধ্যমিক  শিক্ষা অফিসের মাধ্যমে জানা গেছে।

তিনি স্কুলে না আসলেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন। গত একবছরে উৎসব ভাতাসহ চার লক্ষাধিক টাকা উত্তোলন করেছেন সুরাইয়া আক্তার লাভলী—এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক বলেন, তার বিরুদ্ধে (সুরাইয়া আক্তার) তদন্ত কমিটির রিপোর্ট আমরা পেয়েছি। ছাত্রীরা তার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছিল তার সিংহভাগই সত্য বলে প্রতীয়মাণ হয়েছে। তিনি আগে (চব্বিশের ৯ আগস্টের আগে) বিদ্যালয়ে আসতেন ঠিকই, কিন্তু ক্লাশ নিতেন না। ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করতেন। তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট নেতিবাচক। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জানতাম না।বিদ্যালয়ে ৬ মাস না এলেই বেতন ভাতা বন্ধ হয়ে যাওয়ার কথা। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের ব্যবস্থা নেওয়ার কথা ছিল। তিনি কেনো অভিযুক্ত সুরাইয়া আক্তার লাভলীর বেতন-ভাতা দিলেন, সেটি খতিয়ে দেখা হবে।

আজ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ‘বিষয়টি আমি জানলাম। তদন্ত শেষ, প্রকাশ ও সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তো অভিযুক্ত বেতন পাওয়ার কথা না। এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মন্তব্য জানাতে অভিযুক্ত শিক্ষক সুরাইয়া আক্তার লাভলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
জানতে চাইলে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘৯ আগস্টের (২০২৪ সাল) পর থেকে সুরাইয়া আক্তার লাভলী বিদ্যালয়ে আসেন না। তবে বেতন ভাতা পান কীভাবে—সেটি উপর মহলে প্রশ্ন করুন। তার বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট খুবই ভালো। তাকে প্রশাসন স্কুলে আসতে না দেয়াটা ঠিক করছে না। তার মতো ভাল শিক্ষক আমি খুবই কম দেখেছি।’

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  বিদ্যালয়   বেতন-ভাতা   শিক্ষিকা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, এসআইসহ নিহত ২
বিয়েতে মাইক বাজানোয় শাস্তি, বেত্রাঘাত এবং ৩০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড
বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী

সর্বাধিক পঠিত

চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close