হবিগঞ্জের মাধবপুরে যৌথবাহিনীর অভিযানে এক মাদক কারবারি আটক হয়েছে। আটক ফুয়াদ হোসেন সাকিব হবিগঞ্জ এলাকার চিহ্নিত মাদক কারবারি।
বুধবার (৩০ জুলাই) ভোররাত ৪টার দিকে বিজয়নগর এলাকা থেকে তাকে আটক করে যৌথ বাহিনী ।
জানা যায়, ফুয়াদ হোসেন সাকিব মাদক পাচারের জন্য বিজয়নগর এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে এ তথ্য জানতে পেরে মাধবপুর আর্মি ক্যাম্প এবং হবিগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ টহল দল তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৪ টি মোবাইল ফোন সেট ও নগদ ৪ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।
পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাধবপুরস্থ ধর্মঘর এলাকায় ২৫ বিজিবি-এর কমান্ডিং অফিসারের নিকট হস্তান্তর করা হয়েয়ে।
কেকে/এএস