রাজবাড়ীতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ঢাকা বোর্ডর অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে পরীক্ষায় ভালো ফলাফল করায় ৩১ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী সদর উপজেলায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি) এ মনোনীত ২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ভালো ফলাফলকৃত ৩১ জন শিক্ষার্থীকে উৎসাহ প্রদান করতে এই পুরস্কৃত করা হয়।
এতে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্সমচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কাজী এজাজ কায়সার।
এ সময় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে যে উদ্যোগ গ্রহণ করেছে, এতে শিক্ষার্থীদের আরো এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। তবে স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার ও কোচিংয়ের গুরুত্ব কমাতে হবে।
কেকে/এএস