জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র কৃষক জাকিরুল ইসলাম জাক্কুর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভেলামারি আনন্দবাজার এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ।
ইউএনওকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ক্ষতিগ্রস্থ কৃষক জাক্কুর হাতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকল্যাণ পরিষদের ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক, কম্বল ও খাদ্যসামগ্রী তুলে দেন।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশ এর প্রতিনিধি খাদেমুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও খোলা কাগজের প্রতিনিধি এম আর সাইফুল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আপনাদের ক্ষতি অপূরণীয়। এসময় তিনি অগ্নিকাণ্ডে নিহত উম্মে কুলসুমের রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, সোমবার রাতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকার দরিদ্র কৃষক জাকিরুল ইসলাম জাক্কুর গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গবাদিপশু রক্ষা করতে গিয়ে জাক্কুর স্ত্রী উম্মে কুলসুম (৫০) অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গোয়ালঘরসহ দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতির শিকার হন ওই কৃষক।
কেকে/ এমএস