শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
দেশজুড়ে
সাভারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আপ বাংলাদেশের লিফলেট বিতরণ
মো. শরিফ শেখ, সাভার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:২২ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, শহিদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও বিচারিক হত্যার বিচার করা, পুলিশ ও প্রশাসনের দৃশ্যমান সংস্কারসহ বিভিন্ন দাবিতে সাভারে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাভারের বিভিন্ন স্থানে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে। 

এ সময় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) প্ল্যাটফর্মের কেন্দ্রীয় সদস্য বদরে আলম শাহীনসহ সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। ছাত্র, শিক্ষক, শ্রমজীবী ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য বদরে আলম শাহীন বলেন, গত জুন মাসে আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে ১৬টি সিরিজ আলোচনা সভা করেছি। জুলাই মাস জুড়েই আমরা সারা দেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে আজ সাভারে গণসংযোগ করেছি আমরা। 

তিনি বলেন, সরকারকে অবশ্যই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ যথাযথভাবে ঘোষণা করতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন করে যারা অর্থ পাঁচারের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। গতকাল সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে ড্রাফট এসেছে তা একদম সাদামাটা। এখানে বিডিআর হত্যাকান্ড স্পেসিফিক উল্লেখ নাই, শাপলা হত্যাকাণ্ড, মাওলানা সাইদীর রায়ের পর হত্যাকাণ্ড, ২১ এর মোদীবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এগুলো স্পেসিফিক উল্লেখ নাই। 

এমনকি, ২৪ এর গনঅভ্যুত্থানের বর্ণনাও যথাযথ নয়। এখানে- ১৪ জুলাই নারীদের হলের তালা ভেঙে বের হয়ে আসা, ১৭ তারিখ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ১৮-১৯ তারিখে স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদরাসা ছাত্রদের প্রতিরোধ এগুলো আলাদা উল্লেখের দাবী রাখে। 

এছাড়াও জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের দিবসের কর্মসূচীগুলো উল্লেখ জরুরি। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং আওয়ার হিরোজ, লং মার্চ টু ঢাকাসহ সব। 

তিনি আরো বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজি বন্ধ করতে হবে। আমরা পথে প্রান্তরে মানুষের কাছে যাচ্ছি। তারা আমাদের সাথে একমত পোষণ করছেন। সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। যখন মানুষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার কেউ নেই তখন আমরা সেসব বিষয় তুলে ধরার জন্য পথে নেমেছি। জুলাই প্রশ্নে আপোসহীন থাকবে আপ বাংলাদেশ।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close