মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার ( ২৯ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫ এলাকা দিয়ে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এ সময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, আজ দুপুরের পরে কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের ভিতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। ভারত থেকে আসা ১৮ জন স্থানীয় মানুষের সঙ্গে মিশে যাওয়ার আগেই আটক করতে সক্ষম হয় বিজিবি জোয়ানরা।
আটককৃতরা জানায়, তারা সবাই বাংলাদেশি। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল কাজের সন্ধানে। তাদের আটক করে কাজিপুর সীমান্তে জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বিজিবি থেকে তাদের হস্তান্তর করলে পরিচয় যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএস