বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন কৃষক দলের রাজনীতিতে আজ ঐতিহাসিক দিন। তীব্র বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন।
সোমবার (২৮ জুলাই) বিকালে শহরের কালীবাড়ি মোড় চত্বরে আয়োজিত এই গণজোয়ারে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এমন সম্মেলন ঘিরে কৃষক দলসহ বিএনপি পরিবারের নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশিদ খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
এছাড়াও বক্তব্য দেন কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা কৃষক দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক কামাল হোসেনসহ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল বলেন, ‘এ দেশের কৃষকরাই প্রকৃত শক্তি। কিন্তু আজ তারা চরম অবহেলা ও বঞ্চনার শিকার। কৃষকের ন্যায্য অধিকার, উৎপাদনের সঠিক মূল্য এবং জীবনের নিরাপত্তা ফিরিয়ে আনার লড়াইয়ে কৃষক দল আপসহীন ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবৈধ শাসনের বিরুদ্ধে আন্দোলনে কৃষকরাই হবে আগামী দিনের অগ্রসেনানী।’
সম্মেলনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, এমদাদুল হক রাসেলকে সাধারণ সম্পাদক এবং আলিম ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
দলের নেতাকর্মীরা এই সম্মেলনকে কৃষক দলের নতুন জাগরণ ও শক্তিশালী ঐক্যের মঞ্চ হিসেবে আখ্যা দেন। কালীবাড়ী মোড় চত্বরের এ জনসমাবেশ প্রমাণ করে আন্দোলনের আগাম বার্তা পৌঁছে গেছে তৃণমূলের মাঠে-ঘাটে।
কেকে/এজে