জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান।
সোমবার (২৮ জুলাই) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ কন্টিনজেন্টসমূহের ব্যবস্থাপনায় বরগুনার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে বামনা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সি উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে যথেষ্ট সন্তুষ্টি ও স্বস্তি পরিলক্ষিত হয়। সেবা প্রার্থীরা নৌবাহিনীর এ মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিরা বলেন, মোরা গ্রামে থাকি, টাহার অভাবে ডাক্তার দেখাতে পারি না, বাজারে ফার্মেসি দিয়ে ওষুধ কিনে খাই, এখানে ডাক্তার পাই না। মোরা চিৎকিসারসেবা থেকে বঞ্চিত, তাই নৌবাহিনীর এ সেবা পেয়ে মোগো গরিব মানুষের উপকার হইছে।
বাংলাদেশ নৌবাহিনী তাদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইতঃপূর্বেও নৌবাহিনী দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে দুর্যোগকালীন সময়ে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। চিকিৎসাসেবা প্রদান করেন সার্জন লে. কমান্ডার মো. মোসাদ্দেকুল ইসলাম।
প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসাসেবা পেয়ে খুশি এখানকার সেবা প্রার্থীরা। এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কার্যক্রম অব্যহত রাখার দাবি জানান সাধারণ মানুষ।
কেকে/এএস