বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনা ও দেশব্যাপী সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে হোসেনপুর পৌর বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে হোসেনপুরে আয়োজিত এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল অনুষ্ঠানে এ কে এম শফিকুল হক শফিকের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
উদ্বোধনী বক্তব্যে ভিপি সোহেল বলেন, ‘বিএনপি হলো জনগণের দল, এ দলে কোনো পকেট কমিটি নয়, চাই গণভিত্তিক সংগঠন। সদস্য সংগ্রহ ও নবায়নের এ কর্মসূচি বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম ভিপি সুমন, যুব বিষয়ক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি, ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল কায়সার শহীদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘এই গণতন্ত্রবিনাশী সরকারকে অপসারণ করে জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে।’
তিনি নতুন প্রজন্মকে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক সদস্যের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, ‘দেশে ভোটাধিকার ফিরিয়ে আনা, গুম-খুন-দুর্নীতির অবসান, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে একটি জনভিত্তিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তিশালী সংগঠন গড়ে তোলার বিকল্প নেই। সদস্য সংগ্রহ ও নবায়নের এ কর্মসূচি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
হোসেনপুর পৌর বিএনপি প্রমাণ করেছে তৃণমূলে বিএনপি আজও ঐক্যবদ্ধ, সংগঠিত ও গতিশীল। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এ সদস্য সংগ্রহ অভিযান হবে নবজাগরণের সূচনা।
কেকে/ এমএস