রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মেহেনাজ আক্তার হুমায়রার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। এ সময় তিনি বলেন বাবার কাঁধে সন্তানের লাশ খুবই ভারী।
রোববার (২৭ জুলাই) দুপুরে তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানি পাড়ায় নিহত হুমায়রার বাড়িতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি নিহত শিক্ষার্থীর বাবা-মা ও স্বজনদের সান্ত্বনা দেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু বলেন, এটা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, একটি জাতির জন্য হৃদয়বিদারক ঘটনা। একটি নিষ্পাপ শিশু এভাবে মৃত্যুবরণ করবে—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।
তিনি আরো বলেন, দেশের শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের প্রতি কঠোর নজরদারি ও জবাবদিহির ব্যবস্থা জরুরি। দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা, হুমায়রার পরিবার ও স্বজনরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানীর দিয়াবাড়িতে সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রা ঘটনাস্থলেই নিহত হয়। হুমায়রা টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া গ্রামের কেরানি পাড়ার বাসিন্দা এবং দেলোয়ার হোসেন রানার একমাত্র কন্যা।
কেকে/এএস