প্রবাসী ও কৃষিনির্ভর এলাকা নোয়াখালীর চাটখিল উপজেলায় বিদ্যুতের ভেলকিবাজি থামছে না। চাটখিল উপজেলায় ৯টি ইউনিয়ন একটি পৌরসভার সমন্বয়ে গঠিত এখানে প্রায় ৩ লাখ লোকের বসবাস।
বুধবার (২৩ জুলাই) রাত ১২টায় বিদ্যুৎ চলে গেলে পরের দিন বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বেশ কয়েক মাস ধরে চাটখিলে লোডশেডিং অব্যাহত রয়েছে। একটু ঝড় বৃষ্টি হলে, বিদ্যুৎ একবার চলে গেলে আর আসার খবর থাকে না। সম্প্রতি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে লোডশেডিং অব্যাহত রয়েছে।
এ বিষয়ে চাটখিল উপজেলার পল্লী বিদ্যুৎকেন্দ্রে দায়িত্বরত ডিজিএম জুনায়েদুর রহমান জানান, চাটখিল উপজেলার চাহিদা অনুযায়ী আমাদের ১৯ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, বিশেষ করে পিক আওয়ার টাইমে। পিক আওয়ার টাইমে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করছি। তাপমাত্রা বেড়ে গেলে বিদ্যুতের চাহিদাও বেড়ে যায় তখন হয়তো লোডশেডিং দেখা দেয়।
তিনি আরো জানান, বিশেষ করে রাত ১০/১১টার পরে লোডশেডিং বাড়ার কারণ হলো মানুষ পিক আওয়ার টাইমে বাসায় অবস্থান করেন। আর পিক আওয়ার টাইমে বিদ্যুতের প্রয়োজন অনেক বেশি। কিন্তু তখনই অটো রিকশাগুলো চার্জিং-এর কারণে, জনসাধারণ ও বাসা-বাড়িতে লোডশেডিং বেড়ে যায়।
কেকে/এএস