মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহজাহান (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে শহরের জগদ্বাত্রীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার প্রয়াত মোসলেম আলীর ছেলে।
আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির পুলিশের টিম জগদ্বাত্রীপাড়া এলাকার প্রয়াত মোসলেম আলীর বাড়ির পাকা রাস্তার ওপর অভিযান চালায়।
এ সময় শাহজাহানের শরীর তল্লাসি করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
কেকে/এএস