নরসিংদীর পলাশ উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হল রুমে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের এসএসসি ও এইচএসসি পাস করা ৩৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মো. কামরুল ইসলাম ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস