লালমনিরহাট আদিতমারীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, উপজেলা মাধ্যমিক এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে এসএসসি ও এইচএসসি কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ জুলাই) দুপুরে এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ২২ ও ২৩ সালের এসএসসি ও এইচএসসি কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।
এ উপলক্ষে জেলা শিক্ষা অফিসার মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি আদিতমারী অফিসের ডিজিএম মোসাদ্দেকুর রহমান।
একাডেমি সুপারভাইজার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানপ্রধান সরকারি জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের শওকাত আরা সিদ্দিকা, নামুড়ি বালিকা বিদ্যালয়ের আখতার হোসেন, অভিভাক নুরনবী জেহাদী, কৃতি ছাত্র আবু বক্কর সিদ্দিক ও কৃতি মনিমা আকতার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৮ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
কেকে/এএস