পাবনার ভাঙ্গুড়ায় পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার সময় উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব ওই গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
জানা গেছে, খানমরিচ ইউনিয়নের হেলেচ্ছা গ্রামের আবুল কাশেম আলীর পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন একই গ্রামের হাফিজুর। মাছ ধরার জন্য এলাকার কয়েকজন শ্রমিককে আসতে বলেন হাফিজুর। রোববার দিবাগত রাতে কিশোর হাবিবসহ কয়েকজন মাছ ধরার জাল নিয়ে আসেন।
রাতে পুকুরে বৈদ্যুতিক তারের মাধ্যমে লাইট জ্বালিয়ে রাখা হয়। জাল ফেলার সময় ওই লাইটের তার ভেজা শরীর নিয়ে সরিয়ে দিতে যায় হাবিব। এ সময় বিদ্যুতের তার লিকেজ থাকায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেকে/এএস