গাইবান্ধার সাঘাটা উপজেলার চকচকিয়া মৎস্য বিল সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ দরদাতা হিসেবে চকচকিয়া গ্রামের এনামুল হক ১০ লাখ টাকায় ইজারা গ্রহণ করে টাকা পরিশোধ সাপেক্ষে মাছ চাষ করে আসতেছিল।
কিন্ত আওয়ামী দোসর সুজাউদ্দৌলা সুজা ও বেলতৈল গ্রামের মো. রেজাউল করিমসহ আরো ১০-১২ জন সন্ত্রাসী, পেশিশক্তির জোরে বিলটি অবৈধভাবে জবরদখল করে মাছ আহরণ করে আসছে।
এনামুল হক বাধা দিলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। উপায়ান্তর না দেখে এনামুল হক জেলা প্রশাসক গাইবান্ধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঘাটা, সহকারী কমিশনার (ভূমি) সহ মৎস্য কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
বাধ্য হয়ে এ বিষয়ে সাঘাটা থানায় একাধিকবার অভিযোগ করেও সুরাহা মেলেনি। ইজারা মূল্য ১০ লাখ টাকা এবং ১০ লাখ টাকার মাছ অবমুক্ত করে মোট ২০ লাখ টাকা বিনিয়োগ করে এনামুল হক বর্তমানে পথে বসতে চলেছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার কামনা করেছেন।
কেকে/এএস