লালমনিরহাট আদিতমারীতে ট্রাকের ধাক্কায় দেবব্রত ওরফে দাসুরায় (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে তার স্ত্রী ও ছয় বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) বিকালে উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবব্রত রায় রংপুর সদর উপজেলার রাধাবল্লব হারাটি গ্রামের ক্ষিতীশ চন্দ্র বর্মনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবব্রত রায় তার স্ত্রী মিষ্টি রানী (৩০) ও ছেলে মিথুল চন্দ্রকে (৬) নিয়ে মোটরসাইকেলে করে আদিতমারী উপজেলার ভাদাই কাছারি বাজারে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে নামুড়ি বাজার এলাকায় পৌঁছালে ঢাকা মেট্রো ড-১১-০৮৩৪ নম্বরের একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দেবব্রত রায়। আহত স্ত্রী-সন্তানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেকে/ এমএস