সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
দেশজুড়ে
কুড়িগ্রামে নদী ভাঙনে দিশেহারা পাঁচ শতাধিক পরিবার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ২:৩৫ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দেড় মাসে ৫০০ পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। এছাড়া ভাঙন হুমকির মুখে রয়েছে কয়েকশ পরিবার, ফসলি জমি, চর গেন্দার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা। 

স্থানীয়রা অভিযোগ করে জানান, গত দেড় মাস থেকে চর গেন্দার আলগা এলাকায় তীব্র ভাঙন শুরু হলেও এখন পর্যন্ত ভাঙন রোধে সরকারিভাবে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দ্রুত এ তীব্র ভাঙন রোধের দাবি জানান তিনি। 

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চর গেন্দার আলগা এলাকায় ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি হওয়ায় তীব্র ভাঙন শুরু হয়েছে। গত দেড় মাসে ৫০০ পরিবারের বসতবাড়ি ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। এসব নদী ভাঙনের শিকার পরিবারের মানুষ খোলা আকাশের নিচে ঝুঁপড়ি ঘর তুলে বাস করছেন ও রাস্তার ধারে আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা। এছাড়া নির্ঘুমরাত কাটাতে হচ্ছে নদী তীরবর্তী বাসিন্দাদের। তাদের ঘরবাড়ি ব্রহ্মপুত্রে বিলীন হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভাঙনের শিকার ওই পরিবারগুলো। 

চর গেন্দার আলগা এলাকার নদী ভাঙনের শিকার আতরজান (৬৫) বলেন, নদীতে সব ভেঙে গেছে। অন্যের জায়গায় ঠাঁই নিয়ে বসবাস করছেন তিনি। খাওয়া-দাওয়ার খুব কষ্ট আমাদের। টয়লেটে যাবো, তাও যেতে পারছেন না। যখন বৃষ্টি-বাদল আসে, তখন কাগজ মোড়া দিয়ে ছেলে-মেয়েদের নিয়ে গাছতলায় বসে থাকতে হয়। 

একই এলাকার নদী ভাঙন কবলিত সৈয়দ আলী বলেন, কয়েকদিন আগে তার বসতবাড়ি বিলীন হয়ে যায়। এখন তিনি অন্যেও জায়গায় আশ্রয় কোনো মতে বসবাস করছেন তিনি।

নদী ভাঙনের শিকার বানেছা খাতুন বলেন, একসপ্তাহ আগে তার বসতবাড়ি ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে দুইবার। এখন অন্যের জায়গা ঠাঁই নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি।

চর গেন্দার আলগা এলাকার নদী ভাঙনের শিকার আমিরুল ইসলাম বলেন, এই এলাকার হাজারো মানুষের বসতবাড়ি বিলীন হয়ে গেছে। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তারাইতো গুচ্ছগ্রামে থাকে। সে বাড়িগুলোও ভেঙে গেছে। তারা এখন খুব কষ্টে আছে। আমার বাড়িটিও ভেঙে যাচ্ছে। আমার যাওয়ার মতো এককাটাও জায়গা নাই। কোনো টাকা-পয়সাও নাই, যে আমরা একশতক জায়গা কিনে থাকবো। আমরা অনেক কষ্টে আছি। তাই সবার কাছে আমার আবেদন অতিদ্রুত নদী ভাঙনটা বন্ধ করে দেওয়া হোক। 

চর গেন্দার আলগা ভাঙন কবলিত এলাকার শোয়েব আকতার বলেন, এলাকায় প্রায় ৪০০-৫০০ ঘরবাড়ি ছিল, সব ব্রহ্মপুত্রে বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার মানুষের ঘরবাড়ি যেখানে নেয়, সেখানেও তাদের ঘরবাড়ি রাখতে দিচ্ছে না। কারণ, তাদের টাকা নেই। তারা কি করে সেখানে বাড়ি করবে। এ জন্য আমরা কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে, ডিসি অফিসে ও ঢাকা পানি উন্নয়ন বোর্ডেও গিয়ে ছিলাম। তারা আমাদের আশ্বাস দিয়েছে কাজ হবে। কিন্তু আমাদের পুরো একটা গ্রাম ছিল, সে গ্রামটি বিলীন হয়ে গেছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, এই চর গেন্দার আলগা ভাঙন এলাকায় একটি বস্তাও পরেনি। সরকারের কোনো নজরও পরেনি। দ্রুত ভাঙন রোধে দাবি জানান তিনি। 

চরশৌলমারী ইউনিয়নের স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য সমসের আলী বলেন, চর গেন্দার আলগা এলাকায় গত দেড় মাস ধরে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে ৫০০ পরিবারের বসতবাড়িসহ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়নি। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন
২০ জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস
অবৈধ্য অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তৎপরতা চাই
বোদায় বিএনপির ৩১ দফা'র লিফলেট বিতরণ

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close