শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত      ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       
দেশজুড়ে
জীবন বাঁচাতে জীবন শেষ, এক পরিবারে পাঁচজনের মৃত্যু
আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১২:৪৯ পিএম আপডেট: ১৯.০৭.২০২৫ ২:৫২ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জীবন জীবিকার খোঁজে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন পটুয়াখালীর রাঙ্গাবালীর যুগিরহাওলা গ্রামের রিপন প্যাদা। পরিবার-পরিজন নিয়ে ভালো থাকাটাই ছিল তার চোখে বড় স্বপ্ন । ৩ বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। ভ্যান চালিয়ে করছিলেন জীবিকা নির্বাহ। তিল তিল করে গড়ে তুলেছিলেন ছোট্ট এক সুখের সংসার। কিন্তু এক ভয়াবহ আগুন সেই সুখের সংসারকে ছাই করে দিয়েছে। এক সপ্তাহে একে একে নিঃশেষ হয়ে গেছে পুরো পরিবার।

রিপনের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামে। জানা গেছে, ছোটবেলা থেকেই ঢাকায় আসা-যাওয়া করে অনিয়মিতভাবে শ্রমজীবি হিসেবে কাজ করতো রিপন। ৭ বছর আগে জীবিকার তাগিদে স্থায়ীভাবে ঢাকায় পাড়ি জমান তিনি। ভ্যান চালিয়ে শুরু করেন আয়-রোজগার। তিন বছর আগে স্ত্রী চাঁদনী বেগম এবং দুই ছেলে তামিম (১৬) ও রোকনকে (১৩) ঢাকায় নিয়ে যান।  দেড় বছর আগে তাদের সংসারে আসে ফুটফুটে কন্যা সন্তান আয়েশা।

জানা গেছে, ঢাকার সূত্রাপুরের কাগজি টোলায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা। গত ১১ জুলাই রাত আনুমানিক ১টার দিকে সেই বাসায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। তখন সবাই ছিলেন গভীর ঘুমে। দগ্ধ হন পরিবারের সবাই-রিপন (৩৫), স্ত্রী চাঁদনী (৩০), দুই ছেলে তামিম ও রোকন এবং দেড় বছরের কন্যা সন্তান আয়েশাও। দগ্ধ অবস্থায় সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।  কিন্তু চিকিৎসারত অবস্থায় একে একে মৃত্যু হয় পরিবারের পাঁচ সদস্যের। 

রিপন-চাঁদনী দম্পতির স্বজনেরা জানায়, গত ১৪ জুলাই প্রথম মারা যায় দেড় বছরের আয়েশা। জুরাইন কবরস্থানে দাফন করা হয় তাকে। দুইদিন পর ১৬ জুলাই মারা যায় দুই ছেলে তামিম ও রোকন। ছেলেদের মরদেহ নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান মা চাঁদনী বেগম। ওইদিন দুপুরে তামিম ও রোকনকে বাবার বাড়ি জুগির হাওলা গ্রামে, আর চাঁদনীকে তার বাবার বাড়ি সামুদাবাদ গ্রামে দাফন করা হয়। একইদিন রাতেই খবর আসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের শেষ সদস্য রিপন প্যাদা। শুক্রবার বিকাল তিনটায় জানাজা শেষে তাকে তার দুই ছেলের পাশেই দাফন করা হয়।

স্থানীয়রা জানান, রিপনের বৃদ্ধা মা জরিনা বেগম ছিলেন গ্রামের বাড়িতে। ছেলের পাঠানো টাকা দিয়েই চলতো সংসার। শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রিপনের গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, এক পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শোকে পাথর হয়ে গেছেন রিপনের মা। চার সন্তানের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে, একমাত্র রিপনই ছিলেন তার শেষ আশ্রয়। এখন সেই ছেলেও নেই। শোকে পাথর এই মায়ের আর কথা বলার শক্তিও নেই। চোখের পানি শুকিয়ে গেলেও, বুকের হাহাকার থেমে নেই। বিলাপ করে তিনি বলছিলেন, ‘আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। আমার আর কেউ নাই।’ 

স্থানীয়রা বলছেন, রিপন খুব পরিশ্রমী ছেলে ছিল। সংসার আর সন্তানদের মুখে হাসি ফোটাতে ঢাকায় গিয়েছিল। কিন্তু তার স্বপ্নটা পুড়ে ছাই হয়ে গেল আগুনে। নিহত রিপনের ফুফাতো ভাই সিরাজ হোসেন বলেন, ‘সূত্রাপুরের কাগজি টোলায় পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন তারা। রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় অগ্নিকাণ্ডে তারা দগ্ধ হন। পরে একে একে সবাই মারা যান।’ আত্মীয়-স্বজনরা বলছেন, কীভাবে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে তা এখনও কেউ জানতে পারেননি। 
  
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘হৃদয়বিদারক একটি মর্মান্তিক ঘটনা। এক পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুতে আমরা শোকাহত। এখন অসহায় রিপনের মায়ের পাশে যেন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়-এই  প্রত্যাশা করছি।’ 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এবার ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে
সাভার প্রেস ক্লাবের সভাপতিকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী সাব্বির গ্রেফতার
সবজির দাম গরিবের নাগালের বাইরে, ডিমের ডজন ১৫৫
নেতানিয়াহু গাজা শহর দখলের অনুমোদন দেবেন
ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আ.লীগ নেতা অবশেষে গ্রেফতার
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close