মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন দোলন বলেন, টঙ্গীবাড়ীতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর বিএনপিতে ঠাঁই নাই। আমাদের দলের ভিতরেও যদি এই ধরনের লোক থাকে তাহলে আমাদের কাছে বললে সাথে সাথেই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪টায় বালিগাও ইউনিয়নের নয়াগাও তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন জনগণের পক্ষে থাকতে। জনগণের আপদে বিপদে পাশে থেকে কাজ করতে। সেই সাথে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই সাথে আমাদের দলের কিংবা দলের অন্যান্য অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠিন পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে।
এ সময় সাংবাদিকদের সহায়তা চেয়ে তিনি বলেন, আপনাদের কাছে বিভিন্ন এলাকার খবরাখবর থাকে। আপনাদের কাছে যদি বিএনপি কিংবা অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ের খবর পান তাহলে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
কেকে/এআর