রংপুরের পীরগাছায় গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেহেনা বেগম নামে এক নারী মারা গেছেন। এ সময় গরুটিও মারা যায়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম (৪৫) ওই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী।
জানা গেছে, দুপুর ১২টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরে বিদ্যুতায়িত হয়ে গৃহপালিত গরু ছটফট করতে থাকে। এ দৃশ্য দেখে রেহেনা বেগম গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে গরুটিও মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক ঘটনা। গরুকে বাঁচাতে গিয়ে মালিকের মৃত্যু। আমি ওই পরিবারের খোঁজখবর নিচ্ছি।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হবে।
কেকে/এএম