দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে বান্দরবান পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে বান্দরবান জেলা যুবদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে সমবেত হয়।পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন অনেক অবনতি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অপপ্রচার করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে,তাদের ছাড় দেয়া হবে না। এসময় বক্তারা দ্রুত সময়ে নির্বাচন দেয়ার দাবি জানান এবং বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল বান্দরবান জেলা শাখার সভাপতি জহির উদ্দীন মাসুম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিন উল্লাহ্ বিপ্লব, যুগ্ম সম্পাদক মো.ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ বিন ওমরসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দরা।
কেকে/ এমএস