২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পিরোজপুর সদর থানান ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে জেলা জজ আদালতের সামনে শহিদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন পুলিশ কনস্টেবল মাসুদ রেজা।
জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এমন মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক বলেন, শহিদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিক সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি। এরপর তিনি বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশ সুপারকে অবগত করি।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসেরের নির্দেশে অভিযুক্ত
পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে । তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস