জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার
এ.আর.ডাবলু, জীবননগর (চুয়াডাঙ্গা)
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:৪৭ এএম

ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের এক বাঁশ বাগানের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। তবে, এসময় কাউকে আটক করতে পারেনি সীমান্ত রক্ষার দায়িত্ব নিয়োজিত সংস্থাটি।
মঙ্গলবার রাত ১০ টার দিকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর (৫৮) বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,মহেশপুর ৫৮ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/এমটি হতে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল (ওয়ান শুটার গান) এবং বারুদ বিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও বারুদবিহীন গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির সদস্যরা ১টি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান) এবং বারুদবিহীন ১রাউন্ড গুলি জমা দিয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কেকে/এআর