চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আমনুরা সড়কের ফুলকুঁড়ি নামক স্থানে স্টিয়ারিং গাড়ি থেকে ছিটকে পড়ে চালক নিহত ও ৫ জন শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নাচোল-আমনুরা সড়কে এ ঘটনা ঘটে।
নাচোল থানার তদন্ত অফিসার এসআই আতাউর রহমান জানান, আজ গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি এলাকার ৫ জন আমপাড়া শ্রমিক নিয়ে গোদাগাড়ীর কাঁকন হাট যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলতলায় স্টিয়ারিং গাড়ির সমনের চাকা রাস্তার গর্তে পড়লে চালক জুয়েল রানা (৩৫) গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চালক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।
নিহত চালকের বাড়ি গোমস্তাপুর উপজেলার আলিনগর (তেলিপাড়া) বাঙাবাড়ি বলে সঙ্গে থাকা আহতরা জানান। আহতরা একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে আজিজুল হক (৬০), মুরাদ (৩০), শনি (৩০), বৈজ্যনাথপুর গ্রামের জাহানের ছেলে সেরাজুল (৪০) ও সাইদুলের ছেলে মারুফ (২০)।
শনি ও মুরাদের জখম গুরুতর হলে তাদের রামেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএস