বান্দরবানের লামা উপজেলায় বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের ছুরিকাঘাতে আব্দুর রহমান (২২) নামে ছোট ভাই খুন হয়েছেন। স্থানীয়রা দুজন নারীসহ ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী মুসলিম পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুর রহমান পূর্বচাম্বী মুসলিম পাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার মাগরিবের নামাজের পর বিষয়টি নিয়ে সালিশ হওয়ার কথা ছিল। উভয় পক্ষ সালিশে উপস্থিত হলে একপর্যায়ে বড় ভাইয়ের স্ত্রী মিনুয়ারার তিন ভাইয়ের সঙ্গে আব্দুর রহমানের কথা কাটাকাটি হয়। উত্তেজনার একপর্যায়ে তারা আব্দুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরিবার ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনার পর স্থানীয়রা নিহতের ভাবি মিনুয়ারা বেগম, তার মা সালমা বেগম, ভাই সোহেল মিয়া (২৩), রিয়াজ উদ্দিন (২২) ও মো. জাহেদ (৩০)-কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। সেখান থেকে লাশ লামা থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।
কেকে/এএস