বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় এইচডিএইচ স্কুলের সাফল্য
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৬:৪২ পিএম আপডেট: ১৩.০৭.২০২৫ ৬:৪৬ পিএম

গত বছরের মতো পঞ্চগড়ের বোদা পৌরসভার হাজী মুহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজ (এইচডিএইচ) থেকে এবারও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরা শতভাগ পাশ করেছে। শুধু শতভাগ পাশ নয়, পরীক্ষার্থীরা সন্তোষজনক মার্কস পেয়ে যে চমক দেখিয়েছে, তাতে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে এই প্রতিষ্ঠান থেকে ২১ জন পরীক্ষার্থী এসএসসি  পরীক্ষায় অংশ নেয়। এতে জিপিএ-৫ পেয়েছে সাতজন পরীক্ষার্থী এবং প্রথম বিভাগ জিপিএ ৪.৫০ থেকে ৪.৯৪-এর মধ্যে  মার্কস পেয়ে পাশ করেছে ১৪ জন পরীক্ষার্থী। 

জিপিএ ৫ প্রাপ্তরা হলেন, লাবিব শাহরিয়ার, আব্দুল্লাহ আল মুবিন, শুবর্ণ সরকার, সবুজ চন্দ্র বর্মন, জীবন চন্দ্র সেন, প্রাপ্তি বর্মন ও রোকন জামান। 

জানা যায়, ২০১৯ সালে নিজ উদ্যোগে নিজের নামে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন হাজী মুহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা বিগত বছরের তুলনায় অবশ্যই কষ্টসাধ্য ছিল। আর ব্যতিক্রম ধারায় এবার শুধু মেধাবী শিক্ষার্থীরাই এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এক্ষেত্রে অবশ্য হাজী মুহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিগত বছরগুলোর ধারায় এবারও সন্তোষজনক ফলাফল অর্জন করতে পেরেছে। 

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, মনে অনেক ভয় ছিল তবুও মনের মতো ফলাফল অর্জন করতে পেরেছি। আমাদের এ চমৎকার ফল অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাগণের উৎসাহ ও নিরলস প্রচেষ্টা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। 

এ বিষয়ে হাজী মুহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডা. ইমাম হোসেন বলেন, পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ওরা যদি আরো মনোযোগী হতো, তাহলে শতভাগ জিপিএ-৫ পাওয়া যেত। আমি আশা করছি, শিক্ষক-শিক্ষিকাগণের অক্লান্ত পরিশ্রমে ডে বাই ডে প্রতিষ্ঠানটি আরো ভালো ফলাফল অর্জন করতে পারবে। 

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ইউপি চেয়ারম্যান হাজী মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমরা প্রতিটি শিক্ষার্থীকে নিজেদের সন্তানতুল্য ভেবে খুব গুরুত্বের সঙ্গে পড়াশোনা করাই। অনেক সময় অমনোযোগী শিক্ষার্থীদের বেলায় মা-বাবাকে ডেকে পরামর্শ দিয়ে থাকি। আমার আশা, সব শিক্ষার্থী যেন আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠে। সে কারণে জন্মলগ্ন থেকে দৃষ্টিকাড়া রেজাল্ট করে আসছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও নিয়মিত অবদান রেখে যাচ্ছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, এসআইসহ নিহত ২
বিয়েতে মাইক বাজানোয় শাস্তি, বেত্রাঘাত এবং ৩০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড
বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী

সর্বাধিক পঠিত

চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close