ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) ভোররাতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পৃথক তিনটি মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, শেখ রুবেল (৩৫), পিতা মো. শামছুদ্দিন, মাতা ফজিলা খাতুন, সাং এনায়েতনগর দক্ষিণপাড়া, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ। তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-১২, ধারা ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত তিনজন আসামিকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুল রহমান বলেন সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এ অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
কেকে/এএস