রাজধানীর মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় এ কর্মসুচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মহসিন উদ্দিন, এম এ ইসলাম আসাদ, আকাশ ঘোষ, সাইফুল ইসলাম আকাশসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।
সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে চাঁদাবাজি, হত্যা, ছিনতাইয়ের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তারই অংশ হিসেবে ঢাকার মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে অর্ধনগ্ন করে নৃশংসভাবে পাথর মেরে হত্যা করেছে। দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।
কেকে/ এমএস