সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ও আমিরাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী চানগাজী খাল পুনরুদ্ধারের দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করেছে স্বরাজপুর-পশ্চিম আহম্মদপুর গ্রামের বাসিন্দারা। দৈনিক খোলা কাগজসহ একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর শনিবার সরজমিন পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।
শনিবার (১২ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, সরজমিন পরিদর্শন করেছি। স্থানীয়দের সাথে কথাও বলেছি। খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাইফুল ইসলাম দোলন এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে সরজমিন পরিদর্শন করায় এলাকাবাসীর মধ্যে একটি আশানুরূপ স্বস্তি বিরাজ করছে। উপজেলা প্রশাসন যেন অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন সে জন্য এলাকাবাসীর পক্ষ থেকে তিনি জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খোকন চন্দ্র শীল, অ্যাডভোকেট জিয়াউল হায়দার ফরহাদ, ইউনিয়ন জামায়াতে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুর রহমান রাসেলসহ এলাকার প্রায় শতাধিক ব্যাক্তিবর্গ।
কেকে/এজে